চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল ও মাদক বহনকারী ইজিবাইক জব্দ গ্রেফতার-০২জন

- আপডেট সময় : ০৩:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারজনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জনাব শেখ সেকেন্দার আলী, পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ওবায়দুল্লাহ আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে আজ ২৩-৩-২০২৪ তারিখ বিকাল ০৪:১০ ঘটিকায় চুয়াডাঙ্গা পৌরসভাধীন সিএন্ডবি পাড়াস্থ জনৈক ইব্রাহিম মাস্টারের বাড়ীর সামনে তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ শাহাজামাল ওরফে বগা(৪২), পিতা-মৃত নজশেশ, সাং-চন্দ্রবাস, ২। মোঃ ইমদাদুল হক(৪০), পিতা-মৃত আইনুদ্দিন, সাং-মুন্সিপুর (মাঝপাড়া), উভয় থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে ৪০(চল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও মাদক বহনকারী ইজিবাইকসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
I’m really impressed together with your writing abilities as smartly as with the structure on your weblog. Is this a paid subject or did you customize it yourself? Either way keep up the nice quality writing, it’s uncommon to peer a great weblog like this one these days!