চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল ও মাদক বহনকারী ইজিবাইক জব্দ গ্রেফতার-০২জন
- আপডেট সময় : ০৩:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারজনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জনাব শেখ সেকেন্দার আলী, পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ওবায়দুল্লাহ আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে আজ ২৩-৩-২০২৪ তারিখ বিকাল ০৪:১০ ঘটিকায় চুয়াডাঙ্গা পৌরসভাধীন সিএন্ডবি পাড়াস্থ জনৈক ইব্রাহিম মাস্টারের বাড়ীর সামনে তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ শাহাজামাল ওরফে বগা(৪২), পিতা-মৃত নজশেশ, সাং-চন্দ্রবাস, ২। মোঃ ইমদাদুল হক(৪০), পিতা-মৃত আইনুদ্দিন, সাং-মুন্সিপুর (মাঝপাড়া), উভয় থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে ৪০(চল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও মাদক বহনকারী ইজিবাইকসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।