সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার (৯ আগস্ট) চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান দেশের ক্রান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শৃংঙ্খলা ভঙ্গের কারণে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামকে সদর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে অব্যহতি দেওয়া হইল। তার পরিবর্তে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম.আর মুকুলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হইল।