চুয়াডাঙ্গা মহেশপুর দত্তনগর কৃষি ফার্মের জমি দখল করে ইউপি সদস্যের দোকানঘর নির্মান”
- আপডেট সময় : ০১:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
“চুয়াডাঙ্গা মহেশপুর দত্তনগর কৃষি ফার্মের জমি দখল করে ইউপি সদস্যের দোকানঘর নির্মান”
নিজেস্ব প্রতিনিধি:-ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর বাজারে দত্তনগর কৃষি ফার্মের জমি দখল করে পাকা দোকান ঘর নির্মান করার অভিযোগ উঠেছে স্বরুপপুর ইউপি সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে। জানা গেছে, এশিয়ার বৃহত্তম দত্তনগর কৃষি ফার্মের আওতায় রয়েছে গোকুলনগর, পাথিলা, করিঞ্চা ও কুশাডাঙ্গা ফার্ম। কৃষি ফার্ম গুলোর মোট জমির পরিমান ২ হাজার ৭৩৭ একর। এর মধ্যে আবাদি জমি পরিমান রয়েছে প্রায় আড়াই হাজার একর। নিচু জমির পরিমান রয়েছে ৬শ’ একর। বিল এলাকায় রয়েছে ২শ’ একরের উপরে। এখানে অফিস, বাসভবনসহ একটি বড় বাজার রয়েছে যার নাম দত্তনগর বাজার। এ বাজার মুলত দত্তনগর কৃষি ফার্মের জমির উপর। এ বাজারের জমি গুলো বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের ক্যাডার, ক্ষমতাসীন ইউপি সদস্যরা জোরপূর্বক দখল করে মার্কেট বা দোকান ঘর নির্মান করে আসছে। সে কারনে দিন দিন দত্তনগর কৃষি ফার্মের জমি গুলো বেদখল হয়ে যাচ্ছে। এর মধ্যে স্বরুপপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নিজ ক্ষমতা বলে দত্তনগর কৃষি ফার্মের জমি দখল করে দু’টি পাকা দোকান ঘর নির্মান করছেন। যা দেখার বা বাধা দেওয়ার কেউ নেই।নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, আমাদের বাজার কমিটির সভাপতি আব্দুল হালিম ও এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা কৃষি ফার্মের জমি দখল করে দোকান নির্মান করার পর তা অন্যের কাছে ভাড়া দিয়ে আসছেন বেশ কিছু দিন ধরে। স্বরুপপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, আমি ঘর নির্মান কাজে ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা বলবো। স্বরুপপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার জানান, দোকার ঘর দু’টি যেখানে নির্মান হচ্ছে সে স্থানটি পান্তাপাড়া ইউনিয়নের মধ্যে পড়েছে। তাই আমার কিছু করার নেই।