চুয়াডাঙ্গা দামুড়হুদা পাইলট হাইস্কুল পূর্ণাঙ্গ সরকারিকরণের প্রজ্ঞাপন জারি৩১ জন শিক্ষকের যোগদান, মনের আশা পূর্ণ

- আপডেট সময় : ০৪:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল এমপিওভুক্ত থেকে পূর্ণাঙ্গ সরকারিকরণের প্রজ্ঞাপন পেয়েছে। প্রজ্ঞাপন পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকের হাতে ফুল দিয়ে ৩১ জন শিক্ষক-শিক্ষিকা যোগদান করেন। এর আগে গত বুধবার খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালকের নিকট দামুড়হুদা পাইলট হাইস্কুলের শিক্ষকেরা যোগদান করেন।জানা যায়, ২০১৮ সালের ২১ মে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলটি সরকারিকরণের আদেশ পায়। সেই থেকে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা সরকারি সুবিধা ভোগ করলেও শিক্ষকেরা পাননি সুযোগ-সুবিধা। অনেক প্রতিক্ষার পর গত ১৮ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শাম্মি আক্তার স্বাক্ষরিত সরকারিকরণের প্রজ্ঞাপন (নিয়োগপত্র) দামুড়হুদা পাইলট হাইস্কুলে প্রেরণ করা হয়। এরপর গত বুধবার ২০ মার্চ খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালকের নিকট দামুড়হুদা পাইলট হাইস্কুলের শিক্ষকেরা যোগদান করেন। সরকারি সকল সুবিধা ভোগ করতে পারবেন ভেবে শিক্ষকেরা মহাখুশি।
এ বিষয়ে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ হওয়ায় আমরা অনেক আনন্দিত হয়েছি। আমরা যেন শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করাতে পারি, তার জন্য দোয়া করবেন।
I’m really inspired with your writing skills and also with the layout in your
blog. Is this a paid subject matter or did you modify it yourself?
Anyway stay up the excellent high quality writing, it is uncommon to peer a great blog like this
one today. Youtube Algorithm!