চুয়াডাঙ্গা দর্শনা প্রতিবন্ধী স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ

- আপডেট সময় : ০৬:০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

*চুয়াডাঙ্গা দর্শনা প্রতিবন্ধী স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ*
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিবন্ধী স্কুলে ৪০ জন (প্রতিবন্ধীদের) ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।আজ
সকাল১০টার দিকে দর্শনা পৌরসভার বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। দর্শনা পৌরসভার রামনগরে অবস্থিত দর্শনা পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিনা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ ও আলোচনা করেন, দর্শনা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ রেজাউল ইসলাম।
এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা দেশের সম্পদ। তারা বেড়ে ওঠার সকল সুযোগ সুবিধা পেলে প্রতিবন্ধী শিশুরাও দেশ ও সমাজের সম্পদে পরিণত হতে পারবে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের শিক্ষিত ও প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী দক্ষ করে গড়ে তুললে তারাও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিনা আখতার বলেন, আমাদের এই বিদ্যালয়টি চলে সম্পূর্ণ নিজেদের শ্রম ও কিছু মানুষের সহযোগিতায়। যেমন আজকের এই কম্বল বিতরণেও কিছু হৃদয়বান মানুষের সহযোগিতা রয়েছে। তারা হলেন, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, মুন ব্রীক্সের পরিচালক লিটন মিয়া, আত্মবিশ্বাস এনজিও কর্তৃপক্ষ। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তবে সকলের সহযোগিতা ও সহমর্মিতা পেলে এই বিদ্যালয়টি আরও ভালো পর্যায়ে এগিয়ে যাবে। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।