চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার। গ্রেফতার-০২ জন

- আপডেট সময় : ০৩:৪০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম সেবা এর সার্বিক দিকনির্দেশনায় প্রতিটি থানা এলাকায় নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোহাঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মার্চ ২০২৪ তারিখ রাত ১১:১০ ঘটিকায় দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা উত্তরপাড়া গ্রামস্থ আসামীদ্বয়ের নিজ বসতবাড়ি হতে আসামী ১। মোঃ রিপন মিয়া (২৯) পিতা-মোঃ রকিম মিয়া, ২। মোঃ রকিম মিয়া (৫০), পিতা-মৃত মসলেম মিয়া, উভয় সাং-রাঙ্গিয়ারপোতা (উত্তরপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার পূর্বক ০১নং আসামীর শয়ন কক্ষের খাটের নিচ হতে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল এবং পূর্ব পাশের ০২নং আসামীর শয়ন কক্ষের খাটের নিচ হতে ৪৫ (পয়তাল্লিশ) বোতল, সর্ব মোট ১৯৫ (একশত পঁচানব্বই) বোতল ফেন্সিডিল, মূল্য অনুমান ৩,৯০,০০০/- টাকা হেফাজত হতে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।