ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে সড়ক নিরাপত্তা কমিটির সভা: যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ বাকৃবির ছাত্র বিষয়ক বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ০২ নং বন্দবিলা ইউনিয়নের ০৯ নং সাদীপুর ওয়ার্ড এর সাদীপুর প্রাইমারি স্কুল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামী জহুরপুর ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শাল্লা উপজেলা তরুণ দলের আহ্বায়ক নজরুল ইসলাম হরিপুরে ফাঁদ পদ্ধতিতে মাজরা পোকা দমন সাবেক এমপি রনজিত রায় ও স্ত্রী-সন্তানদের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ দৈনিক সকালে খোঁজ খবর পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বাকৃবির অধ্যাপক আগৈলঝাড়ায় গৈলা বাজার বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসামির মৃত্যু”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

“চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসামির মৃত্যু”

চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় চুরি মামলায় জেলা কারাগারে থাকা মিঠু মিয়া (৪০) নামের এক আসামির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে তাকে মারা হয়েছে।আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভা‌গে কর্মরত ডা. আল ইমরান জু‌য়েল। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কারাগার থে‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লের মে‌ডি‌সিন বিভা‌গে ভ‌র্তির পর তার মৃত্যু হয়।মিঠু মিয়া দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ফজলু মিয়ার ছেলে। তিনি দামুড়হুদা থানার ১৮/২৪ নম্বর মামলার ৩৭৯/৪১১ ধারার আসামি।
প‌রিবা‌রের দা‌বি মি‌থ্যে চু‌রির অপবা‌দে গণ‌পিটু‌নি নির্যাত‌নের কার‌ণে মিঠু মারা‌গে‌ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শা‌স্তি চাই।চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মিঠু মিয়া গত ১৭ ফেব্রুয়ারি একটি চুরি মামলায় কারাগারে আসেন। মঙ্গলবার রাতে তিনি অসুস্থবোধ করেন। এ সময় দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধিন অবস্থায় রাত ১টার দি‌কে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।নিহত মিঠু মিয়ার বড় ভাই বাবলু, বড় বোন দ‌লিয়ারা খাতুন, দুলাভাই ছুরাপ হো‌সেন, চাচা আব্দুল হান্নান ও প্রতি‌বেশী বাবু জানান, মিঠু রাজ মি‌স্ত্রির কাজ কর‌ত। ঘটনার রা‌তে মিঠু রাস্তায় হাঁট‌তে হাঁট‌তে মোবাই‌লে কথা বল‌ছিল। একপর্যায়ে গ্রা‌মের শেষ পাড়ার ক‌য়েকজন তা‌কে ধ‌রে বেধড়ক মার‌পিট ক‌রে ও রাস্তায় ফে‌লে সর্বাঙ্গে চটকায়। প‌রে তা‌কে ভ‌গিরথপুর গ্রা‌মের ইকতার মেম্বারের বা‌ড়ি আট‌কে রা‌খে। সংবাদ পে‌য়ে আমরা মেম্বা‌রের বাড়ি‌তে গে‌লে মিঠুর সা‌থে আমা‌দের দেখা কর‌তে কথা বল‌তে দেয়‌নি। প‌রে তা‌কে ভ‌গিরথপুর ক্যাম্প‌ পু‌লি‌শের কা‌ছে দেয়া হয়।মিঠু‌কে ক্যা‌ম্পে দেয়ার পর দুলাভাই ছুরাপ হো‌সেন তার সা‌থে দেখা করে। এ সময় মিঠুর কান ও নাক দি‌য়ে রক্ত পানি ঝর‌ছিল ব‌লে জানান তিনি ।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল জানান, মঙ্গলবার রাত সা‌ড়ে ১১টার দি‌কে জেলা কারাগা‌রের পুলিশ সদস্যরা এক কয়েদিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের পুরুষ মে‌ডি‌সিন ওয়া‌র্ডে ভর্তির পরে চিকিৎসাধিন অবস্থায় ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাতে ভ্যান চুরির অপরাধে স্থানীয়রা মিঠু মিয়া নামের এক ব্যক্তিকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরদিন সকালে তাকে চুরির মামলায় আদালতে প্রেরণ করা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসামির মৃত্যু”

আপডেট সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

“চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসামির মৃত্যু”

চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় চুরি মামলায় জেলা কারাগারে থাকা মিঠু মিয়া (৪০) নামের এক আসামির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে তাকে মারা হয়েছে।আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভা‌গে কর্মরত ডা. আল ইমরান জু‌য়েল। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কারাগার থে‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লের মে‌ডি‌সিন বিভা‌গে ভ‌র্তির পর তার মৃত্যু হয়।মিঠু মিয়া দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ফজলু মিয়ার ছেলে। তিনি দামুড়হুদা থানার ১৮/২৪ নম্বর মামলার ৩৭৯/৪১১ ধারার আসামি।
প‌রিবা‌রের দা‌বি মি‌থ্যে চু‌রির অপবা‌দে গণ‌পিটু‌নি নির্যাত‌নের কার‌ণে মিঠু মারা‌গে‌ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শা‌স্তি চাই।চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মিঠু মিয়া গত ১৭ ফেব্রুয়ারি একটি চুরি মামলায় কারাগারে আসেন। মঙ্গলবার রাতে তিনি অসুস্থবোধ করেন। এ সময় দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধিন অবস্থায় রাত ১টার দি‌কে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।নিহত মিঠু মিয়ার বড় ভাই বাবলু, বড় বোন দ‌লিয়ারা খাতুন, দুলাভাই ছুরাপ হো‌সেন, চাচা আব্দুল হান্নান ও প্রতি‌বেশী বাবু জানান, মিঠু রাজ মি‌স্ত্রির কাজ কর‌ত। ঘটনার রা‌তে মিঠু রাস্তায় হাঁট‌তে হাঁট‌তে মোবাই‌লে কথা বল‌ছিল। একপর্যায়ে গ্রা‌মের শেষ পাড়ার ক‌য়েকজন তা‌কে ধ‌রে বেধড়ক মার‌পিট ক‌রে ও রাস্তায় ফে‌লে সর্বাঙ্গে চটকায়। প‌রে তা‌কে ভ‌গিরথপুর গ্রা‌মের ইকতার মেম্বারের বা‌ড়ি আট‌কে রা‌খে। সংবাদ পে‌য়ে আমরা মেম্বা‌রের বাড়ি‌তে গে‌লে মিঠুর সা‌থে আমা‌দের দেখা কর‌তে কথা বল‌তে দেয়‌নি। প‌রে তা‌কে ভ‌গিরথপুর ক্যাম্প‌ পু‌লি‌শের কা‌ছে দেয়া হয়।মিঠু‌কে ক্যা‌ম্পে দেয়ার পর দুলাভাই ছুরাপ হো‌সেন তার সা‌থে দেখা করে। এ সময় মিঠুর কান ও নাক দি‌য়ে রক্ত পানি ঝর‌ছিল ব‌লে জানান তিনি ।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল জানান, মঙ্গলবার রাত সা‌ড়ে ১১টার দি‌কে জেলা কারাগা‌রের পুলিশ সদস্যরা এক কয়েদিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের পুরুষ মে‌ডি‌সিন ওয়া‌র্ডে ভর্তির পরে চিকিৎসাধিন অবস্থায় ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাতে ভ্যান চুরির অপরাধে স্থানীয়রা মিঠু মিয়া নামের এক ব্যক্তিকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরদিন সকালে তাকে চুরির মামলায় আদালতে প্রেরণ করা হয়