*চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ*
- আপডেট সময় : ০৩:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
*চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ*
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। এছাড়া জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। শনিবার (২রা মার্চ ২০২৪) ভোরে উপজেলার সন্তোষপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই মো. ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার ভোর সোয়া ৫টার দিকে সন্তোষপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের ভৈরব নদের উপর নির্মিত ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে ৩৬ বোতল ফেন্সিডিল ও একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি হোন্ডা শাইন এসপি মোটরসাইকেল উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়।এ ঘটনায় মোঃ রাসেল (২৫),পিং-মৃত কবির হোেসন, সাং- রাজাপুর, মোঃ সুমন হোসেন (৩২),পিং-মােঃ ফারুক হোসেন,সাং-গয়েশপুর,দুজনকে পলাতক দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা রুজু করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।