চুয়াডাঙ্গা জীবননগরে পুর্বাশা পরিবহনের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকেরচুয়াডাঙ্গা জীবননগরে পুর্বাশা পরিবহনের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের

- আপডেট সময় : ০২:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুর্বাশা পরিবহনের ধাক্কায় মো. নূুরনবী (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা ৫:৫০ দিকে উপজেলার আমতলাপাড়া মসজিদের সামনে এদূর্ঘটনা ঘটে।নিহত মো. নুরনবী জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিংনগর গ্রামের মো. আব্দুল হাশেমের ছেলে। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তি ছিলেন।পুলিশ জানায়, নুরনবী গ্রামের রাস্তা দিয়ে বাইসাইকেলযোগে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে উঠছিল। এসময় চুয়াডাঙ্গাগামী খাতুন এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী পুর্বাশা পরিবহন (ঢাকা মোট্রো-ব-১৫-২৪০৮) নুরনবীকে ধাক্কা দেয়।পরে বাসটি জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইকের পিছনে ধাক্কা মারে। ইজিবাইক চালক প্রাণে রক্ষা পেলেও সাইকেল চালক নুরনবী ঘটনাস্থলেই মারা যান।
জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, নুরনবী বাইসাইকেলযোগে আঞ্চলিক সড়কে উঠলে গেলে চুয়াডাঙ্গাগামী পুর্বাশা পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন। এসময় পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। ইজিবাইক চালক অক্ষত রয়েছে।
তিনি আরও বলেন, এঘটনার পর বাসটির চালক ও সহকারি চালক (হেলপার) পলাতক রয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।