চুয়াডাঙ্গা কৃষ্ণপুর বোয়ালমারী লুটপাট ও চুরি অভিযোগ উঠেছে ভূমিদস্যু আক্তারের বিরুদ্ধ

- আপডেট সময় : ১০:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

মোছাঃ জামেনা খাতুন,চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রতিনিধি:-নবগঠিত নেহালপুর ইউনিয়নে কৃষ্ণপুর বোয়ালমারী পাড়ায় মোঃ ইমান আলীর বাড়িতে লুটপাট ও চুরি করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের শাসন কালের সময় থেকে করে আসছে আওয়ামী লীগের ভূমিদস্যু মোঃ আক্তার হোসেন (৪৫) ৫ আগস্ট ২০২৪ সাল এই আক্তার ও আওয়ামী লীগের নেতা কর্মীদের সহযোগিতা নিয়ে মোঃ ইমান আলীর বাড়িতে আগুন লাগিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করে।এবং হুমকি ধামকি দিয়ে আসছে, এবং মোঃ ইমান আলীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে , এই তদন্তে পুলিশ নিরব ভূমিকা পালন করছে , এবং এই ভূমিদস্যু মোঃ আক্তার হোসেন ও তার সহযোগী মোঃ খোরশেদ আলমের সঙ্গে ৫ আগস্ট ২০২৪ সনে মোঃ ইমান আলী বাড়ী থেকে তার জামাইয়ের নাম এর নীল রঙের অ্যাপাচি গাড়ি আগুন ধরিয়ে দেয়,গাড়ীর নং ঝিনাইদহ হ: ১১-৫৮৬৭ আক্তার বশীভূত করে ফেলে গ্ৰাম সূত্রে জানা যায় সেই গাড়ি হিজলগাড়ী বিক্রয় করে , মামলা নং সিআর ৪৫৫/২৪ , এই গাড়ীর মামলা দায়ের করা হয় তাৎক্ষণিক হিজলগাড়ীর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফজলুর রহমানকে যানানো হয় , ফজলু তদন্ত সাপেক্ষে বলেন মোঃ মেহেদী হাসানকে বলে যে অভিযান চলছে এবং গোপন সূত্রে জানা গেছে ক্যাম্পের।আসে পাশে কোন এক মোটরসাইকেল মেকানিকর এর কাছে বিক্রয় করেছে উদ্ধার তৎপরতা চলছে , ৫ আগস্ট বিকেল পাঁচটার সময় ভূমিদস্যু আক্তার ও তার বাহিনী। মোঃ ইমান আলীর ঘরে আগুন লাগিয়ে দেয় এবং লুটপাট শুরু করে এবং বাড়ির মহিলাদের মারধর করে লুটপাট এর সংখ্যা গরু ১টি,ছাগল ৩ টি ,আনুমানিক ২ লক্ষ টাকার স্বর্ণ গহনা এবং নগদ ৩ লক্ষ টাকা লুটপাট করেছে এবং ৫ আগস্ট রাতে লুট করা ছাগল দিয়ে দোস্তে কৃষ্ণপুর বাজারে ভোজনের আয়োজন করে , গ্রাম সূত্রে জানা যায় এই ভোজোনের উপস্থিত ছিলেন ১, মৃত্যু, খোকা মল্লীক ছেলে মোঃ মিজা ২, মোহাম্মদ আলী ছেলে ভূমিদস্য মোঃ আক্তার ৩, মোঃ বারেক আলীর ছেলে ভূমিদস্যু মোঃ খোরশেদ আলম ৪, মোহাম্মদ আলীর ছেলে মোঃ জহির হোসেন ৫, মোহাম্মদ আলীর ছেলেমোঃ হান্নান হোসেন ৬, মৃত্যু উসমান মোল্লা ছেলে মোঃ বিল্লাল হোসেন ৭, মৃত্যু করিম মিয়ার ছেলে মোঃ সাইদুল হোসেন ৮ , মৃত্যু হরযত আলীর ছেলে ৯, মোঃ সামছুল হকের মোঃ শরিফুল ইসলাম, ১০,মোঃ বারেক আলীর ছেলে মোঃ জামিরুল ইসলাম ১১, মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ সলেমান হোসেন ১২, মোহাম্মদ আলীর ছেলে মোঃ নূরউদ্দিন হোসেন ১৩, মোঃ বারেক আলীর ছেলে মোঃ ইয়ামিন হোসেন ১৪, মোঃ রবিউল ইসলামেরর মোঃ মাইন উদ্দিন অজ্ঞাত আরো অনেকেই । এই ভূমিদস্যু মোঃ আক্তার হোসেন দর্শনা থানায় বিভিন্ন মিথ্যা অভিযোগ করে আসছে মোঃ ইমান আলীর বিরুদ্ধে, আসামি পক্ষ মোঃ ইমান আলী ও মেহেদী হাসান থানায় মীমাংসার জন্য উপস্থিত হলো বাদী ভূমিদস্য মোঃ আক্তার হোসেন দর্শনা থানায় উপস্থিত হয়নি , এই মোঃ ইমান আলী ও তার পরিবারের সদস্যরা অসহায় জীবন যাপন করছে এবং পরিবারের প্রত্যেকটি সদস্য হুমকি মুখে হয়েছে , তাদের জীবন বিপন্ন। দর্শনা থানায় সাহায্য চাইলে পুলিশ নিরব ভূমিকা পালন করছে, এই কৃষ্ণপুর বাজারে এই মোঃ ইমান আলী বিচার চাইলে ইউনিয়ন সভাপতি মোঃ ফরজ আলীএকতরফা বিচার করে ,এই মোঃ ইমান আলী সঠিক বিচার এর জন্য কোর্টের দারে দারে ঘুরছে , মোঃ ইমান আলীর সাক্ষী দের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সাক্ষী দিতে নিষেধ করে,এই ভূমিদস্যু মোঃ আকতার হোসেন