চুয়াডাঙ্গা কার্পাসডাঙ্গার আরামডাঙ্গায় কপোত-কপোতী আটক
- আপডেট সময় : ০৭:০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা গ্রাম থেকে স্থানীয়দের হাতে কপোত-কপোতী আটক হয়েছেন। পরে তাদেরকে উত্তম-মধ্যম শেষে ফাঁড়ি পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে আরামডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ।জানা গেছে, দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের ইমাদুলের মেয়ে পলি খাতুন (২২) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের আজিজুর রহমানের ছেলে আনারুল ইসলামের (৩২) মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলে আসছিলো। তাদের এই অবৈধ সম্পর্কের জেরে তারা প্রায় অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতো। নিত্যদিনের মতো গতকাল শনিবার রাতে কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের টুটরী বেগমের ঘরে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার সময় স্থানীয়রা তাদের ধরে ফেলে উত্তম-মধ্যমে দিয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হেফাজতে নেন, এবং রাতেই তাদের কে থানায় পাঠান।দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান বলেন, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।