চুয়াডাঙ্গা ইউপি নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মীসভা*
- আপডেট সময় : ০৬:১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
*চুয়াডাঙ্গা ইউপি নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মীসভা*
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউপি নির্বাচন উপলক্ষে নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় মাখালডাঙ্গার কুকিয়াচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মীসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেরা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন এলে নিজেকে ধরে রাখতে পারি না, নির্বাচন এলেই মন চায় যোগ্য প্রার্থীর হয়ে কাজ করতে। অযোগ্য প্রার্থী জিতে যাওয়া মানে সেই এলাকার উন্নয়ন থমকে যাওয়া। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। দেশকে স্মার্টহিসেবে হড়েতুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছাড়া দেশের উন্নয়নে কেউ নিজিকে বিলিয়ে দিতে পারবে না।
নঈম হাসান জোয়াদ্দার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আরশাদ উদ্দীন আহমেদ (চন্দন) বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। নিজ এলাকার উন্নয়নে তিনি সবসময় কাজ করেছেন। সকলের পাশে দাঁড়িয়েছেন কোন স্বার্থ ছাড়াই। তবে, এবার মাখালডাঙ্গা ইউনিয়নের উন্নয়নে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তার প্রতীক মোটরসাইকেল। ত্যাগী এই নেতাকে ইউনিয়নবাসীর স্বার্থে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। আপনারা সকলে তার হয়ে কাজ করবেন। জানবেন, এই নির্বাচনে আরশাদ উদ্দীন আহমেদ (চন্দন) এর মোটরসাইকেল প্রতীকের বিজয় মানেই পরিবারের একজন সদস্যের বিজয়। সভা শেষে নইম হাসান জোয়ার্দ্দার তার নেতাকর্মীদের নিয়ে সাধারণ জনগণের কাছে ভোট চান এবং গনসংযোগ করেন।
মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী আরশাদ উদ্দিন আহমেদ চন্দন। মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোহাম্মদ জাকির ও সালাউদ্দিন আহমেদ শুভর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু।