সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ৪টি দোকানে জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
Wমোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৪ টি দোকানে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার দুপুর ১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন অনিয়মের অপরাধে তরমুজের আড়ত, খেজুর ও ফলের দোকানসহ ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের ডিম, মুরগী, ছোলাসহ কৃষি বিপণন অধিদপ্তর হতে দাম বেধে দেয়া ২৯টি পণ্যের বিষয়ে সতর্ক করা হয়। ব্যাবসায়িদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।