চুয়াডাঙ্গার পীরপুরকুল্লায় পরকীয়া প্রেমিকার খাটের নিচ থেকে হাতেনাতে ধরা চিৎলা গ্রামের প্রেমিক হাসান”
- আপডেট সময় : ০৩:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
“চুয়াডাঙ্গার পীরপুরকুল্লায় পরকীয়া প্রেমিকার খাটের নিচ থেকে হাতেনাতে ধরা চিৎলা গ্রামের প্রেমিক হাসান”
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার পীরপুরকুল্লা গ্রামের খালপাড়ায় খাটের নিচে লুকিয়ে যুবক গ্যাঁড়াকলে পড়েছে।গৃহবধূর স্বামী তার স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগ তুলে দুজনকে বেঁধে রাখে।
গতকাল শনিবার সকালে চিৎলা গ্রামের আজমুলের ছেলে হাসান পীরপুরকুল্লা খালপাড়ায় আসে।
এসময় সে খালপাড়ার কুদ্দুসের বাড়ির ঘরে খাটের নিচে লুকিয়ে থাকে।কুদ্দুসের ছেলে এ ঘটনা দেখে ঘরে শিকল টেনে তার পিতাকে খবর দিলে সে এসে হাসানকে ধরে গাছের সাথে বেঁধে রাখে।কুদ্দুস জানান তার স্ত্রীর বাপের বাড়িও চিৎলা গ্রামে তার সাথে হাসানের পরকীয়া সম্পর্ক।
সে প্রায়ই তার বাড়ি না থাকার সুযোগ বাড়ি এসে তার স্ত্রী সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়।
আজ সে হাতেনাতে ধরে ফেলেছে।
খাটের নিচ থেকে তাকে আটক করেছে।কুদ্দুসের স্ত্রী শাহিদা জানান সে নির্দোষ হাসান কেন তার ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়েছে সে তা জানেনা।হাসান জানান আমি শাহিদার খাটের নিচে লুকিয়েছি এটা আমার অপরাধ।
স্থানীয়রা জানান তাদের দুজনের প্রেমের সম্পর্ক।কুদ্দুসের আরো একটা স্ত্রী আছে। যার কারনে শাহিদা পরকীয়ায় লিপ্ত হয়েছে।