চুয়াডাঙ্গার দুটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে”
- আপডেট সময় : ০৯:১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
“চুয়াডাঙ্গার দুটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে”
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বেলা চারটা পর্যন্ত। দুটি ইউনিয়নেই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ চলছে। বেলা ১১ টা পর্যন্ত দুটি ইউনিয়নের কোনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শংকরচন্দ্র ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে লাড়াইএ আছেন ৪২ জন। সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছেন ১৬ জন। এই ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৫৬৯ জন।
সদরের নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভোটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৭৮৩ জন।