সংবাদ শিরোনাম :  
                            
                            চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি তাপমাত্রা,জনজীবন অতিষ্ঠ
																
								
							
                                
                              							  নিজস্ব প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
 

মোছাঃ জামেনা খাতুন,সদর উপজেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায়  সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের অর্দ্রতা ছিল ২৩ শতাংশ।চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের অর্দ্রতা ছিল ২৩ শতাংশ। যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।অন্যদিকে শুক্রবার  চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায়।
তীব্র তাপপ্রবাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন। দিনদিন হাসপাতালে রুগীর সংখ্যা বেড়েই চলেছে।
																			
										





















