চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুনে দগ্ধ হয়ে অজ্ঞাত ৪ যুবক নিহত

- আপডেট সময় : ০১:১৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গায় দুই সংসদ সদস্যের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন নেতার বাড়িতে আগুন লাগিয়েছে উত্তেজিত জনতা। এসময় যুবলীগ নেতা আরেফিন আলম রঞ্জুর বাড়িতে আগুনে দগ্ধ হয়ে অজ্ঞাত চার যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (৫ আগস্ট) সন্ধায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শেখ হাসিনার দেশছাড়ার খবরে শহরের বড় বাজার, কোর্ট মোড়, পৌরসভা মোড়, নতুনবাজার এলাকা আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিল চলাকালে শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন নামিয়ে পুড়িয়ে ফেলা হয়। এসময় জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাণ্ডব চালায়। সন্ধায় যুবলীগ নেতার বাড়ির ভিতরে আগুনে দগ্ধ হয়ে অজ্ঞাত চার যুবক নিহত হয়েছেন।চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। এসময় বাড়ির ভিতর থেকে ৬ জনকে জীবিত উদ্ধার করি। আগুন আরও নিয়ন্ত্রনে আসলে চার তলায় যেয়ে চার অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করি। আমরা আশে পাশের লোকজনের সাথে ও বাড়ির তত্বাবধায়কের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি তারা বাড়ির বাসিন্দা না। পরে আমরা বাড়ির অন্যান্য জায়গা খুঁজে আর কোন মরদেহ পাইনি।চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ জানান, নিহতদের নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে