চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত

- আপডেট সময় : ০৪:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন চত্তরে অবস্থিত ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ (২৫ মার্চ) সোমবার সকাল ১০ টায় ডিসি সাহিত্য মঞ্চে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া বাদ জোহর নিহতদের স্মরণে জেলার সকল মসজিদ/ মন্দির/ গীর্জা/ প্যাগোডা বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।
গণহত্যা উপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী হয়
শহীদ হাসান চত্তর ও একাডেমি মোড়ে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভীষিকাময় ২৫ মার্চ কালরাত্রিতে নিরীহ নিরপরাধ বাঙালী জাতির ওপর বর্বর পাকিস্থানী বাহিনীর পৈশাচিক হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরে আলোচনা করেন প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সু্পার আর এম ফয়জুর রহমার, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক, বীব মুক্তিযোদ্ধা আবু হোসেন প্রমুখ।এসময় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া আজ রাত সারে ১১ টায় জেলাজুড়ে এক মিনিট প্রতীকী ব্লাক আউট কর্মসুচী পালন করা হবে।