চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ খেয়ে ৬ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৮:২২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পানে ৬ জনের মর্মান্তিক মৃত্যু, হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াইয়ে আরও ৩ জন দিনমজুর নিহতরা সবাই নিম্নআয়ের শ্রমজীবী কেউ ভ্যানচালক, কেউ মিল শ্রমিক, কেউ মাছ ব্যবসায়ী।
ঘটনাটি ঘটে ডিঙ্গেদহ বাজার এলাকায়, যেখানে বৃহস্পতিবার রাতে শ্রমিকদের একদল স্পিরিট পান করার পর থেকেই বমি, মাথাব্যথা ও দৃষ্টিহীনতার উপসর্গ দেখা দেয়। তিন দিনের ব্যবধানে একে একে মারা যান ছয়জন।নিহতরা হলেন, খেদের আলী (৩৮), মোহাম্মদ সেলিম (৩৯), লালটু ওরফে রিপু (৩৮), মোহাম্মদ শহীদ (৪৫), মোহাম্মদ সামির (৫৫), সরদার লালটু (৫২)।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এখনও চিকিৎসাধীন আলিম উদ্দিনসহ আরও দু’জন।
পুলিশের ধারণা অ্যালকোহলিক পয়জনিং।
স্থানীয়দের অভিযোগ ডিঙ্গেদহ বাজারে দীর্ঘদিন ধরে গোপনে দেশি মদ ও স্পিরিট বিক্রি চলছে, প্রশাসনের নজরদারির অভাবেই আজ এই ভয়াবহ ট্র্যাজেডি।ছয়টি জীবন নিভে গেল এক বোতল বিষাক্ত নেশায়…এ যেন অবহেলা ও তদারকির ঘাটতির এক নির্মম প্রতিচ্ছবি।