চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল-গুলি ও টাকাসহ আটক ১

- আপডেট সময় : ০৯:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, চাকু ও বিপুল অংকের নগদ টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এসময় হাবিবুর রহমান রাজিব (৪০) নামে একজনকে আটক করা হয়।
বুধবার (২১ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা পৌরএলাকার বাগানপাড়ার একটি ফ্ল্যাট বাড়ি থেকে এগুলো উদ্ধার ও তাকে আটক করা হয়।চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক হাবিবুর রহমান রাজিব চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে।চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বাগানপাড়ার একটি পঞ্চমতলা বাড়িতে অভিযান পরিচালনা করি। এসময় ভবনের দ্বিতীয় তলায় রাজিবের ফ্ল্যাটের আলমারি তল্লাশি করে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ২টা দেশীয় অস্ত্র ও ১১ লাখ টাকা উদ্ধার করা হয় এবং রাজিবকে আটক করা হয়। আটক রাজিবের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।