চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

- আপডেট সময় : ০৬:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:ডিমে আছে প্রোটিন খেতে হবে প্রতিদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস,আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের কোর্টমোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়,র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কর্মচারী, খামারি ও প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচকরা বলেন,ডিম সস্তা, পুষ্টিকর ও সহজলভ্য খাবার— যা অপুষ্টি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন একটি ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুললে সুস্থ সমাজ গঠনে তা বড় ভূমিকা রাখবে।