চুয়াডাঙ্গায় দুই রেলক্রসিংয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ১,আহত ১জন

- আপডেট সময় : ১০:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ড্রাগন ফল ভর্তি আলমসাধু নিয়ে গাইদঘাট অভিমুখে যাওয়ার পথে গাইদঘাট রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা দেয়। এতে জেলার আলমডাঙ্গা উপজেলার মাজহাট গ্রামের হেলালের ছেলে ইসরাইল (৩২) মারাত্মক আহত হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে রেফার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি এসআই আতাউর রহমান।এদিকে বেলা ১১টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জেলা সদরের ডিহিকেষ্টপুর গ্রামের ঝন্টুর প্রতিবন্ধী ছেলে আলামিন (২৭) নিহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দর্শনা ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ রানা!