চুয়াডাঙ্গায় দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

- আপডেট সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের ১৫ তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্স গত ২০ এপ্রিল ২০২৪ তারিখ ৪২ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে সপ্তাহ ব্যাপি পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়।
তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলায় আজ ২৫ এপ্রিল ২০২৪ তারিখ বেলা ১:৩০ ঘটিকায় ০৬ দিন ব্যাপি অনুষ্ঠিত দক্ষতা উন্নয়ন কোর্স ১৫ তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা।
তিনি দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সফলতা ও দক্ষতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও আরোও উপস্থিত ছিলেন জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গা; জনাব আবদুল আলীম, আরওআই, রিজার্ভ অফিস, চুয়াডাঙ্গা; জনাব আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের প্রতিনিধিসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যবৃন্দ।