চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে ফেলে হ*ত্যা অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

- আপডেট সময় : ০৯:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনের হুদা গ্রামের গাফফার আলী ওরফে আকাশকে গত ২১ মে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালন করেছে শোকার্ত পরিবার ও উথলী ইউনিয়নবাসী।
রবিবার সকালে উথলী রেল স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘক্ষণ আটকে রেখে এ কর্মসুচি চালিয়ে যান।
কর্মসূচিতে অংশ নেন কৃষক, শ্রমিক, পেশাজীবী, ও রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ শ্রেণী পেশার মানুষ।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন গত একুশে মে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের টিটিই লালন, জিআরপি ওটেনের অন্যান্য কর্মকর্তারা পরস্পর যোগসাজশে বাক-বিতণ্ডার জেরে গাফফার আলী (আকাশ)কে চলন্ত ট্রেন্ থেকে ফেলে হত্যা করেছে।
অতিসত্বর দায়ের কৃত লিখিত অভিযোগের আসামিদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক।
মানববন্ধনে অংশ নেওয়া জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন যেভাবে নৃশংসভাবে চলন্ত ট্রেন থেকে ফেলে পরিকল্পনা করে আকাশকে হত্যা করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে খুবই দুঃখজনক অতিসত্বর। দোষীদেরকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করা হোক ।
উল্লেখ্য বতি ২১ শে মে প্রতিদিনের মতো চুয়াডাঙ্গা অফিস শেষ করে কপোতাক্ষ ট্রেন “ঙ” কোচে চড়ে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে ফেলে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহত আকাশে পিতা।
এবং দোষীদের কে আইনের আওতায় এনে শাস্তির দাবিও করেছেন তিনি।