“চুয়াডাঙ্গায় গ্রাম ডাক্তারদের আলোচনা সভা ও কমিটি গঠন”
- আপডেট সময় : ০৬:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
“চুয়াডাঙ্গায় গ্রাম ডাক্তারদের আলোচনা সভা ও কমিটি গঠন”
নিজেস্ব প্রতিনিধি:
আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি চুয়াডাঙ্গা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিল পয়েন্ট মেডিকেয়ার সার্ভিসেসের সৌজন্যে ও আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি চুয়াডাঙ্গা শাখার আয়োজনে সকাল ১০টার দিকে চেম্বার অব কমার্স ভবনের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম ডাক্তার ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটি সভাপতি আলহাজ্ব এমএ গফুর। প্রধান বক্তা ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটি মহাসচিব গ্রাম ডাক্তার আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক গ্রাম ডাক্তার আসাদুজ্জামান রিপন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর আব্দুল আউয়াল লিডু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার মাকসুদুর রহমান রতন, নওশাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জসিম উদ্দিন, মুন্সি শহিদুল্লাহ, কামরুজ্জামান, জিনারুল ইসলাম, হারুন অর রশিদ, ফয়জুল ইসলাম, আতিয়ার রহমান, ছানোয়ার হোসেন, হিল পয়েন্ট মেডিকেয়ার সার্ভিসেসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর কবিরসহ চুয়াডাঙ্গা জেলার ৪১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার ১৫০ জন গ্রাম ডাক্তার।
অনুষ্ঠান শেষে অতিথিরা গ্রাম ডাক্তার ফজলুর রহমানকে সভাপতি, মীর আব্দুল আউয়াল লিডুকে ১নং সিনিয়র সহ-সভাপতি, এম জামশেদ খানকে সিনিয়র সহ-সভাপতি ও নওশাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম ডাক্তার এম জামশেদ খান।