চুয়াডাঙ্গায় কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪’ পালিত*

- আপডেট সময় : ০৫:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

*চুয়াডাঙ্গায় কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪’ পালিত*
স্টাফ রিপোর্টার:-কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান- প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান প্রতিপাদ্যে কর্তব্যরত অবস্থায় দেশ মাতৃকার সেবায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিলশেডে আজ ০৯ মার্চ ২০২৪ সকাল ১১:০০ টায় জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যের যেকোনো প্রয়োজনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সামর্থ্য ও সাধ্য অনুযায়ী আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবেন মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতঃ তাঁদের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চুয়াডাঙ্গা; জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি, জনাব সবুর হোসেন, পুলিশ পরিদর্শক(নিঃ), সিআইডি, চুয়াডাঙ্গা; জনাব শেখ সেকেন্দার আলী পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা; জনাব আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যবৃন্দ।