চুয়াডাঙ্গায় একতা মুরগি ফার্মে শিয়ালের তাণ্ডব মারা গেল ৫৫০ মুরগি

- আপডেট সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে একতা মুরগি ফার্মে শুক্রবার ভোররাতে ঘটেছে ভয়াবহ এক ঘটনা। গভীর রাতে খামারে শিয়াল ঢুকে তাণ্ডব চালায়, এতে প্রায় ৫৫০টি মুরগি মারা যায়। হঠাৎ এমন ক্ষতিতে খামার মালিক এখন চরম দুশ্চিন্তায় ও মানসিকভাবে বিপর্যস্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, একতা মুরগি ফার্মের মালিক প্রতিদিনের মতো শুক্রবার ভোরে খামারে গিয়ে দেখেন মর্মান্তিক দৃশ্য। খামারের ভেতর শিয়াল ঢুকে বহু মুরগিকে ছিন্নভিন্ন করে ফেলেছে। পরে গণনা করে দেখা যায়, আনুমানিক ৫৫০টি মুরগি মারা গেছে।
খামার মালিক শোকে বিহ্বল হয়ে জানান, এই মুরগিগুলোই ছিল আমার আয়ের প্রধান উৎস। এত বড় ক্ষতি কীভাবে সামাল দেব জানি না।তার মতে, এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এই ঘটনার পর বোয়ালমারী এলাকার অন্যান্য খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা খামারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সরকারি বা বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়ানোর জন্য।