চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের করনীয়-বর্জনীয় সম্পর্কে ব্রিফিং
- আপডেট সময় : ০৭:৪৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
“চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের”
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
করণীয়-বর্জনীয় সম্পর্কে ব্রিফিং অনুষ্ঠিত,আগামী ৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে আজ ৮ মার্চ ২০২৪ সকাল ১০:০০ টায় নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা ব্রিফিং এর শুরুতে ডিউটিতে নিয়োজিত নারী পুলিশ ও আনসার সদস্যদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় অফিসার, ফোর্স মোতায়েন করা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিএসবি, ডিবি, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাশাপাশি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গা; জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গাসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।