চুয়াডাঙ্গায় আ.লীগ নেতাসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- আপডেট সময় : ০৪:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়েছে জখম করেছে প্রতিপক্ষরা।আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (১৭ মার্চ) সন্ধ্যার পর দীননাথপুর গ্রামের কমলার দোহা বিল এলাকায় এঘটনা ঘটে।
আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইটঘাট গ্রামের ইলাহি বক্সের দুই ছেলে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৫৪) ও মিকাইল ইসলাম (৪৫), একই গ্রামের মোস্তাফার ছেলে জালাল উদ্দিন (৩৫)।মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আরশাদ উদ্দীন চন্দন অভিযোগ করে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, কমলার দোহা বিলে মাছ চাষকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান বিশ্বজিৎ সাহার উস্কানিতে আমার কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। একজনের মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে আহত করা হয়েছে।বিজয়ী চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন, ঘটনার পরই আহতদের খোজ খবর নিতে সদর হাসপাতালে ছুটে এসেছি। মূলত কমলা দোহা বিলে মারা যাওয়া মাছ পচে এলাকায় দূর্গন্ধ ছড়াতে থাকে। এ নিয়ে কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে।
চুয়াডাঙ্গা সদর থানা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলি রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জেনেছি কমলার দোহার বিলে মরা মাছ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মারামারিতে তিনজন আহত হয়েছেন বলে জেনেছি।