চুয়াডাঙ্গায় আগুনে পুড়লো দুই দোকান”
- আপডেট সময় : ০৪:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
-চুয়াডাঙ্গার দর্শনা থানার গ্রীষনগর বাজারে আগুনে একটি ফার্নিচার ও একটি চা দোকান পুড়ে গেছে। রোববার ভোরে গ্রীসনগর বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই সব কিছু পুড়ে যায় বলে বাজারের লোকজন জানান। দর্শনা থানার তিতুদহ ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, বাজারের সব থেকে বড় ফার্নিচারের দোকান জসিম ফার্নিচার এবং পাশের একটি চা দোকান রোববার ভোরে আগুনে পুড়ে ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফার্নিচারের মালিক জসিম উদ্দিন জানান, অর্ডার করা ৬-৭ টি খাট রেডি ছিল এবং মূল্যবান কাঠ, নকশা করা মেশিন, টাকা সবই শেষ। দর্শনা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছিল। কিন্তু তারা আসার আগেই সব কিছু পুড়ে কয়লা হয়ে যায়।
পাশের চা দোকানদার খোকন মিয়া জানান, ফার্নিচার দোকানের সঙ্গে আমার দোকানটিও পুড়ে গেছে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে একটি রিপোর্ট দেয়া হয়েছে।
দর্শনা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল মান্নান মিয়া জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।