ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা বিভাগে সবুজ দলকে ৩৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে লাল দল কালিগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেড়ে নিল ১ কৃষকের লক্ষ টাকার স্বপ্ন ঢাকা সাভার আশুলিয়ায় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আটক ২ আমদানি-রপ্তানি বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্থ হবে—- সাতক্ষীরায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত মাদক সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত চুয়াডাঙ্গা ভিমরুল্লার চঞ্চলসহ ৩জন গ্রেফতার হারুয়ালছড়ি বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত বন্য খেজুর থেকে ভিনেগার: বাকৃবির গবেষণা যে কারণে বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের দুঃসময়ের বন্ধু হিসেবে স্বীকৃত – স্বরাষ্ট্র উপদেষ্টা নিউজ ৭১ অনলাইন পোর্টালে”প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চুড়ামনকাটিতে ডাকাতি, স্বর্ণলঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

মো:আরিফুল ইসলাম
নিজেস্ব প্রতিনিধি :-
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা যায়, ঝাউদিয়া পূর্বপাড়ার অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মচারী আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা বুধবার দিবাগত রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ২টার দিকে গ্রিল ভেঙ্গে ৬/৭ জন অজ্ঞাত ডাকাতদলের সদস্যরা ঘরের ভেতর ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম জানান, ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে হাত, পা ও মুখ বেধেঁ রাখে। এ সময় তারা আমার ঘরের সকল রুমের জিনিসপত্র তছনছ করে এবং ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। যার মূল্য ২৫ লক্ষাধিক টাকা। তিনি আরো জানান, ডাকাতরা প্রায় দুই ঘন্টাব্যাপি তাদের বাড়িতে ডাকাতি চালায়।
আলমগীর হোসেনের ছেলের বউ স্বপ্না খাতুন জানান, ডাকাতরা আমার রুমে প্রবেশ করেই আমার তিনমাস বয়সী শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে রুম থেকে সকল মালামাল নিয়ে গেছে।
বাড়ির মালিক আলমগীর হোসেন জানান, আমি অসুস্থ থাকার কারণে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করে বৃহস্পতিবার সকালে বাড়িতে পৌছাই। এসেই বাড়িতে ডাকাতির খবর জানতে পারি। ডাকাতরা আমার বাড়িতে থাকা নগদ টাকা স্বর্নসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। প্রতিবেশি রুবেল হোসেন জানান, আমরা ভোররাতে খবর পেয়ে বাড়িতে এসে দেখি সকল রুমের মালামাল তছনছ করা।
এ বিষয়ে চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ডাকাতরা গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে সব কিছু নিয়ে গেছে। তিনি খবর পেয়ে পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেলিম হোসেন বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। ইতিমধ্যে আমাদের তদন্ত ও অভিযান শুরু হয়েছে। মালামাল উদ্ধার ও অভিযুক্তদের চিহিৃত অভিযান চলছে। ডাকাতির খবর পেয়ে যশোর পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুড়ামনকাটিতে ডাকাতি, স্বর্ণলঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

আপডেট সময় : ১০:২৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

মো:আরিফুল ইসলাম
নিজেস্ব প্রতিনিধি :-
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা যায়, ঝাউদিয়া পূর্বপাড়ার অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মচারী আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা বুধবার দিবাগত রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ২টার দিকে গ্রিল ভেঙ্গে ৬/৭ জন অজ্ঞাত ডাকাতদলের সদস্যরা ঘরের ভেতর ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম জানান, ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে হাত, পা ও মুখ বেধেঁ রাখে। এ সময় তারা আমার ঘরের সকল রুমের জিনিসপত্র তছনছ করে এবং ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। যার মূল্য ২৫ লক্ষাধিক টাকা। তিনি আরো জানান, ডাকাতরা প্রায় দুই ঘন্টাব্যাপি তাদের বাড়িতে ডাকাতি চালায়।
আলমগীর হোসেনের ছেলের বউ স্বপ্না খাতুন জানান, ডাকাতরা আমার রুমে প্রবেশ করেই আমার তিনমাস বয়সী শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে রুম থেকে সকল মালামাল নিয়ে গেছে।
বাড়ির মালিক আলমগীর হোসেন জানান, আমি অসুস্থ থাকার কারণে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করে বৃহস্পতিবার সকালে বাড়িতে পৌছাই। এসেই বাড়িতে ডাকাতির খবর জানতে পারি। ডাকাতরা আমার বাড়িতে থাকা নগদ টাকা স্বর্নসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। প্রতিবেশি রুবেল হোসেন জানান, আমরা ভোররাতে খবর পেয়ে বাড়িতে এসে দেখি সকল রুমের মালামাল তছনছ করা।
এ বিষয়ে চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ডাকাতরা গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে সব কিছু নিয়ে গেছে। তিনি খবর পেয়ে পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেলিম হোসেন বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। ইতিমধ্যে আমাদের তদন্ত ও অভিযান শুরু হয়েছে। মালামাল উদ্ধার ও অভিযুক্তদের চিহিৃত অভিযান চলছে। ডাকাতির খবর পেয়ে যশোর পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।