চান্দিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৪ উদযাপন

- আপডেট সময় : ০৫:৩৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পতাকা উত্তোলন ডিসপ্লে প্রদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠান , শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, আয়োজনে উপজেলা প্রশাসন, চান্দিনা, কুমিল্লা।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পতাকা উত্তোলন ডিসপ্লে প্রদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠান । উপস্থিত ছিলেন : বীর মুক্তিযোদ্বা অধ্যাপক ড: প্রাণ গোপাল দত্ত সংসদ সদস্য ০৭- চান্দিনা , কুমিল্লা ।
বীরমুক্তি জনাব তপন বকসি উপজেলা চেয়ারম্যান চান্দিনা, কুমিল্লা । জনাব জাবেরমো: সোয়াইব , উপজেলা নির্বাহি অফিসার চান্দিনা, কুমিল্লা । মো:শওকত হোসেন ভুঁইয়া মেয়র, চান্দিনা, কুমিল্লা । মা:সাহাবুদ্দীন খাঁন, অফিসার ইন-চার্জ, চান্দিনা, থানা কুমিল্লা ।
মো: হজিরুল ইসলাম মুন্সী উপজেলা ভাইস চেয়ারম্যান , চান্দিনা, কুমিল্লা ।
মোছা: সাফিয়া আক্তার উপজেলা, মহিলা ভাইস চেয়াম্যান , চান্দিনা, কুমিল্লা । ও স্থানীয় বিভিন্ন ব্যাক্তিবর্গণ উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষাথিরা কুজকাওয়াজ ও নেজে গেয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৪ উদযাপন করে । এর আগে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তলোন এবং বীরমুক্তিযোদ্বা , বাংলাদেশ পুলিশ, আনসার – ভিডিপি ,ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি কতৃর্ক কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ,জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা শহীদ মিনারের সামনে
সকাল ৫.৫৬ মি. ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিসবের সূচনা পতাকা বিধি অনুসরণ পূর্বক জাতীয় পতাকা উত্তলোন ও পুস্পস্তবক অর্পণ করা হয়।