চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কে আবারও প্রাণ গেল হাইস চালক কায়সারের
- আপডেট সময় : ১১:৩৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধ:চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কে আবারও ঘটলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আজ শুক্রবার ভোরে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ স্কুল এলাকার সামনে হাইচ গাড়ি ও মাছ বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাইচ চালক মো. কাউসার ঘটনাস্থলেই প্রাণ হারান প্রত্যক্ষদর্শীরা জানান, ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের চাঁনপুর নতুন পাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর ড্রাইভারের পুত্র মো. কাউসার ভোরে বিদেশগামী যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মাছবোঝাই একটি মিনি ট্রাক হাইচ গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে দু’টি গাড়িই ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ড্রাইভার কাউসারসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন কিন্তু প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাইচ চালক মো কাউসার। আহত পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে কাউসারের গ্রামের বাড়িতে হঠাৎ এ মৃত্যুর খবর শুনে চাঁনপুর নতুন পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও এলাকায় নেমে চলছে শোকের মাতম। এই হাটহাজারী খাগড়াছড়ি মাহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলে সর্বস্তরের জনগণ দাবী করতেছে। তাদের দাবী এটাকে ডিভাইডার দিয়ে দুলেনে করলে দূর্ঘটনা কমে যাবে।

























