চট্টগ্রামে করোনাভাইরাসে প্রথম মৃত্যু, আক্রান্ত বাড়ছে ধীরে ধীরে

- আপডেট সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

মোহা. ফখর উদ্দিন (সিলেট প্রতিনিধি)
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মারা যাওয়া ব্যক্তি, ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছিলেন বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর তিনি মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে বাড়ি ফিরে যান। তবে সেখানেই তার মৃত্যু ঘটে গতকাল।
চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, তার কিডনির অবস্থা গুরুতর ছিল এবং অতীতেও অস্ত্রোপচারের ইতিহাস ছিল। করোনা সংক্রমণের কারণে তার শারীরিক জটিলতা আরও বেড়ে যায় বলে ধারণা।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ জন শহরের ও ৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে—
* ইমপেরিয়াল হাসপাতালে ৩ জন
* মা ও শিশু জেনারেল হাসপাতালে ১ জন
* পার্কভিউ হাসপাতালে ৪ জন
* এপিক হেলথ কেয়ারে ২ জন
এই পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।
উল্লেখযোগ্য যে, ঢাকায় বিগত ১৫ দিনে করোনায় ৪ জন মারা গেলেও, চট্টগ্রামে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
করোনার বর্তমান পরিস্থিতি ও স্বাস্থ্যসেবার প্রস্তুতি নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ইউটিউব ভিত্তিক একটি সংবাদমাধ্যম BGN TV 24। ভিডিওটিতে চট্টগ্রামের সামগ্রিক চিত্র, হাসপাতালগুলোর অবস্থা এবং জনসচেতনতামূলক বার্তাও তুলে ধরা হয়েছে।
জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, প্রাথমিক পর্যায়ে যথাযথ মনিটরিং এবং তথ্যভিত্তিক সচেতনতা প্রচার জরুরি—যা কিছু নিরপেক্ষ সংবাদ প্ল্যাটফর্ম ইতোমধ্যেই তুলে ধরছে।