” ঘোড়ার গাড়িতে আবুল শেখের জীবন যুদ্ধ হার না মানার গল্প”
- আপডেট সময় : ০৬:২১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
” ঘোড়ার গাড়িতে আবুল শেখের জীবন যুদ্ধ হার না মানার গল্প”
নিজেস্ব প্রতিনিধি:-দীর্ঘ ২৫ বছর ধরে ঘোড়ার গাড়ি নিয়ে জীবন যুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন আবুল শেখ। জীবন যুদ্ধে হার না মানা আবুল শেখ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ ২৫ বছর ধরে হেঁটে হেঁটে ঘোড়ার গাড়িতে করে প্লাস্টিকের পণ্য বিক্রি করে জীবিকা উপার্জন করে যাচ্ছেন তিনি, প্রতিদিন একই নিয়মে সকালে বাহির হয় সারাদিন বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এভাবেই তিনি সংসারের হাল ধরে রেখেছেন। তার এক ছেলে এবং দুই মেয়ে।তিনি বলেন, আমি অনেক ভালো আছি পরিশ্রম করে সংসার চালাই। শুধু মেহেরপুর জেলায় নয়; চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এভাবেই আমার এই প্লাস্টিক সামগ্রী বিক্রয় করে থাকি। তবে আমার প্রচুর হাঁটতে হয় প্রতিটি গ্রাম মহল্লায় আমি আমার এই ঘোড়ার গাড়ি নিয়ে পায়ে হেঁটে হেঁটে এই প্লাস্টিক সামগ্রী বিক্রয় করে থাকি। তাতে করে যা লভ্যাংশ আসে তাই দিয়ে আমি আমার পরিবারকে সন্তুষ্ট করার চেষ্টা করি।প্রচুর পরিমাণ হাঁটার কারণে শরীরে অনেক ব্যাথা অনুভব করি। তবে কষ্ট হলেও কিছু করার নেই। প্রতিদিন এত কষ্ট করার পরেও হাল জীবন যুদ্ধের হাল ছাড়িনি।