‘ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে বিএনপি’

- আপডেট সময় : ০৮:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

বিএনপিকে নিয়ে দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: “ঘুরে দাড়ানোর পথ খুজছে বি এন পি”
খবরটিতে বলা হয়েছে যে, গত সাতই জানুয়ারির নির্বাচন ঠেকাতে ব্যর্থ হওয়ায় বেশ হতাশা আছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে।
নেতাকর্মীদের এই হতাশা কাটাতে কী ধরনের কর্মপরিকল্পনা তৈরি করা যায় তা নিয়ে দলটির শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। দলের নেতাদের ভাষায়, তাঁরা ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছেন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে, বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করেন, বিগত ১৫ বছরের কার্যক্রমের মূল্যায়ন এবং এর ভিত্তিতে সংগঠন পুনর্গঠন ও দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ‘প্রাণ’ ফেরানো সম্ভব।
পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার ও দলীয় কৌশলেও বেশ পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন তারা।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সভায় দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর দলের শীর্ষ পর্যায়ে এ বিষয়ে অনানুষ্ঠানিক কথাবার্তা হচ্ছে।
আগামী জুন-জুলাইয়ের মধ্যে দলের কাউন্সিল করার চিন্তা-ভাবনা হচ্ছে বলেও খবরটিতে বলা হয়েছে।
দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: “রক্ষকই ভক্ষক”
বিস্তারিত খবরে বলা হয়েছে যে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অনিরাপত্তায় ভুগছেন নারী শিক্ষার্থীরা। ক’দিন পরপরই ঘটছে অপ্রীতিকর ঘটনা। যৌন হয়রানি, শিক্ষার্থী নির্যাতন, চুরি, ছিনতাই হেন কোনো ঘটনা নেই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটছে না।
এসব ঘটনা ঘটার পর তদন্ত কমিটি গঠন করা হলেও সময়ের ব্যবধানে তা আবার চাপা পড়ে যায়।
খবরে আরও বলা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে কয়েকটি আলোচিত ঘটনা নতুন করে ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। সেগুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের।
কেউ কেউ বলছেন, রক্ষকই সেখানে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। যে কারণে অবন্তিকার মতো একজন শিক্ষার্থীকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি চর্চা অতিমাত্রায় পৌঁছে যাওয়ার কারণে শৃঙ্খলা ভেঙে পড়েছে। এর ফলে অপ্রীতিকর ঘটনা বাড়ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।