গ্যাস সিলিন্ডার মজুদদারের বিরুদ্ধে ফটিকছড়িতে অভিযান

- আপডেট সময় : ০৫:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদ:-
আজ ১৬-০১-২০২৫ তারিখ ৩ ঘটিকায় জেলা এন.এস.আই. চট্টগ্রাম কার্যালয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন হেয়াকো বাজার সংলগ্ন জাহিদ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের গোডাউনে বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স ব্যতীত ফায়ার সেফটি বিষয়ক নীতিমালা লঙ্ঘন করে আবাসিক এলাকায় অরক্ষিত ও ঝুকিপূর্ণ অবস্থায় এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণন করার অপরাধে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আলামিন অভিযান পরিচালনা করেন। এসময় ভূজপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি রশিদ ব্যতীত অতিরিক্ত মূল্যে স্থানীয় এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রয়, বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লাইসেন্সবিহীন এবং আবাসিক এলাকায় অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিন্ডার মজুদ রাখা ও বিপণন করার অপরাধে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিদপ্তর আইনে ৫০ হাজার টাকা জরিমানা বা জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ ইয়াসিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় প্রতিষ্ঠান কর্তৃক জরিমানার নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়। এ বিষয়ে অভিযান পরিচালনাকারী টিম মনে করেন বা অনুমান করেন প্রতিষ্ঠানটি সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি পাবে এ অনুমান থেকে গোডাউনটিতে সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সৃষ্টি করার প্রয়াস চালায়।