গৌরনদী সরিকলে আ.লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

- আপডেট সময় : ১০:২৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

মো: জিহাদুল ইসলাম গৌরনদী প্রতিনিধিঃ-
গৌরনদী উপজেলা আওয়ামী নেতা ও সরিকল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের একান্ত সচিব হাফিজুর রহমান মান্না,র উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সরিকল ইউনিয়নের সাঁকো কাঠি তার নিজ বাড়িতে আয়োজিত ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।ঈদ পুনমির্লনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন সহ দেশের সর্বোপরী উন্নয়নে মহাজাগরন সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছেন।তিনি আরও বলেন, ভ্রাতৃত্ববোধের সহায়ক ভুমিকা হচ্ছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উল্লেখ করে তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ,র হাত কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান,সরিকল ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আকন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মান্নান মৃধা, ইউনিয়ন যুবলীগ সভাপতি জানে আলম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হিরন হোসেন হিরা, সম্পাদক আজিজুল হক প্রমুখ।