সংবাদ শিরোনাম :
গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশালের গৌরনদী উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭০০০/- ( সতেরো হাজার) টাকা জরিমানা করেন, এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। ৪ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান যথা ঃ আঃ কাদের শামীম( ৩৩)পিতাঃআঃ মান্নান বিশ্বাস সাং গুঠিয়ার টরকী বন্দর,, থানা উজিরপুর, ১০,০০০ দশ হাজার টাকা, কৃষি ও পশু ওষধের দোকান,, (২) মোঃ দেলোয়ার হোসেন ৪৪) ৩০০০ তিন হাজার পিতাঃইসমাইল হাওলাদার ফল বিক্রিতা (৩) মোঃ রাকিব সরদার ২৮) পিতা আজাদ সরদার,, ফল বিক্রিতা ২০০০ দুই হাজার টাকা (৪)শুভ সাহা পিতা: জাঘব সাহা ২০০০ দুই হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার জানান অভিযান চলমান থাকবে।

























