গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
- আপডেট সময় : ০২:৪৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া দশটার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উড়ে গেছে হানিফ পরিবহনের বাসের ছাদ। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এঘটনায় আটজন বাসের যাত্রী গুরুত্বর আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। আহতরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকা অতিক্রমকালে হানিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে বাসের ছাদ উড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঘটনাস্থলে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বর আহত আটজন যাত্রীকে প্রথমে উপজেলা ও পরে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল গামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে একজন নিহত ও আটজন যাত্রী আহত হয়। হতাহতদের উদ্ধারের পর দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। মহসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।