গৌরনদীতে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০১:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকার একটি ধান ক্ষেত থেকে সাকিল বেপারী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাকিল ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। নিহতের স্বজনদের দাবী, সোমবার (১৮ মার্চ) রাতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ধাওয়া খেয়ে নিখোঁজ হয় শাকিল। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী করেছিলো শাকিলের পরিবার। পরবর্তীতে বুধবার সকাল সাড়ে এগারটার দিকে ধান ক্ষেতের পাশ থেকে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, বাদীর কৃষি জমিতে যাওয়ার জন্য বিবাদীদের জমির ওপর দিয়ে যেতে হয়। বিবাদীরা তাদের জমিতে কাউকে না জানিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়। গত সোমবার (১৮ মার্চ) রাতে নিজেদের কৃষি জমিতে ইদুর মারার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শাকিল। এ ঘটনায় মঙ্গলবার (১৯ মার্চ) থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। বুধবার সকাল সাড়ে এগারটার দিকে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একই গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে সরোয়ার ফকির ও আজিজ আকনের ছেলে জব্বার আকনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।