গৌরনদীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন।

- আপডেট সময় : ১২:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

গৌরনদীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন।
স্মাট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিপাদ্য বিষয় কে ধারণ করে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ সুকান্তবাবু মিলনায়তনে আলোচনা সভা উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি ও সাংবাদিক আবদুছ ছালেক মামুন,খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান নুর আলাম সেরনিয়াবাত, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, বার্থী ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার,বাটাজোর ইউপি চেয়ারম্যান আঃ রব হাওলাদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউপির সচিবগণ, স্বাস্থ্য কর্মীবৃন্দ সহ প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।।