গৌরনদীতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি, ৩ দিন পর মৃত্যু

- আপডেট সময় : ০৮:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:-
বরিশালের গৌরনদী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবক তিন দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাগর মোল্লা (২৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সিরাজ মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানার ওসি ইউনুস মিয়া বলেন, সোমবার রাত ১টার দিকে সাগর উপজেলার সালতা গ্রামের এক বাসিন্দার বাড়িতে প্রবেশ করেন। বাড়ির লোকজন টের পেয়ে চোর সন্দেহে তাকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর সাগর মারা যান।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। সাগরের বাবা সিরাজ মোল্লা বলেন, সাগর মাদারীপুরে থেকে চাকরি করে। সোমবার রাতে সে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে সালতা গ্রামের বাসিন্দারা তাকে চোর সন্দেহে পিটিয়ে আহত করে।তিন দিনের মাথায় সে মারা যায়। এ ঘটনায় মামলা করব।’ সাগর নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি ইউনুস মিয়া।