গৌরনদীতে ইউএনওকে দেখেই কমে গেল তরমুজের দাম
- আপডেট সময় : ০১:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রবিবার দুপুরে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ইউএনওকে বাজারে দেখেই কমে যায় তরমুজের দাম।
তরমুজ ক্রেতারা বলেন, সচরাচর যে সাইজের তরমুজ পাঁচ থেকে আটতশ টাকায় বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা, ইউএনও বাজারে আসায় সেই তরমুজ চারশ’ টাকা পিস হিসেবে বিক্রি হয়েছে। এভাবে তরমুজের দাম নিয়ন্ত্রণে থাকায় জরিমানা দিতে হয়নি ব্যবসায়ীদের।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহ খান বলেন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মাহিলাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দ্রব্যের মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীর কাছ থেকে ছয় হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। একই দিন গৌরনদী বাসস্ট্যান্ডের পাঁচ ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আবু আব্দুল্লাহ খান বলেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।এবং তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।