গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউটস এর ভিপি দিবস উদযাপন।
- আপডেট সময় : ০২:২৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউটস এর ভিপি দিবস উদযাপন
স্কাউট একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। বিশ্বের প্রায় সব দেশেই স্কাউট আন্দোলন চালু আছে। বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ১৫ লাখ। দেশের প্রায় সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়েই এর কার্যক্রম চলছে।স্কাউটিং কেন করব? এমন প্রশ্নের জবাবে ভেসে ওঠে মানবজীবনের একমাত্র ব্রত হল সেবা। মানবহৃদয়ের সব তৃপ্তি, সুখ ও সাফল্য সেবার মধ্যেই নিহিত। ‘সেবা’র মূলমন্ত্র নিয়ে ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউন সি দ্বীপে রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের হাতধরে গড়ে উঠেছিল স্কাউট আন্দোলন। মাত্র ২০ জন কিশোর নিয়ে প্রথম যাত্রা শুরু হয়েছিল। আজ বিশ্বের ১৬৯টি দেশে স্বীকৃতভাবে ৪০ মিলিয়নের অধিক স্কাউটার রয়েছে, যারা বিশ্বের আনাচে-কানাচে নিরলসভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত সম্প্রতি বিশ্বব্যাপী উদযাপিত হয়েছে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের ১৬৬৭ তম জন্মদিন। দিবসটি বিশ্বে ব্যাডেন পাওয়েল বা বিপি ডে নামে খ্যাত। দিবসটি উদ্যাপনের জন্য গোয়াইনঘাট মুক্ত স্কউটসের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালাসহ বিপির জীবনী ও তার কীর্তির ওপর আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। দিবস উপলক্ষ্যে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে, সকলে সমবেত হয় স্কাউট ও রোভারদের উপস্থিতে , এস, আর এম, মারুফ আহমেদের সঞ্চালনায়, ও ইমরান আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেখা রানী পালের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, ও বিশেষ অতিথি : হিসাবে উপস্থিত ছিলেন, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় স্কাউট লিডার মোঃ আফজাল হোসেন, সিনিয়র রোভার দের মধ্যে উপস্থিত ছিলেন তারেক আহমদ, রুমা রহমান বর্ণা, সাহারা মেহবুব সাথী, শিরিনা সুলতানা। এ সময় নবীন ও প্রবীনদের উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্যে বলেন, স্কাউট সদস্যরা আত্ম মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে সর্বদা। গোয়ানঘাট মুক্ত স্কাউট তার ব্যতিক্রম করবে না। করোনা ভাইরাস, ও সিলেটের বাইশের বন্যায় গোয়াইনঘাট মুক্ত স্কাউট স্যার সকল সদস্যদের অবদান ভুলার মত নয়।