গোবিন্দগঞ্জে বালু তোলার মহোৎসব,রাত নামলেই শুরু হয় কর্মযজ্ঞ
- আপডেট সময় : ০৯:৫৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-
গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রীজের পুর্ব পাশ্বে ফুলবাড়ী ইউনিয়নের বাধ,রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুরএলাকার কয়েকটি স্পটে তীর কেটে বিক্রির প্রতিযোগিতায় নেমেছে মাটিখেকোরা। প্রতিদিন রাত নামলেই শুরু হয় তীর কাটার মহোৎসব। দিনের আলোয় সুনশান নিরবতা থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাত ৮টার পর নদীতীর এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। জনস্বার্থে নদীতীর ও জমির টপসয়েল কাটা বন্ধে প্রশাসনের ভুমিকা অতীব জরুরী বলে মনে করেন এলাকাবাসী।
এছাড়াও গোবিন্দগঞ্জে বালু উত্তোলন ও তা পরিবহনে চমক সৃষ্টি হয়েছে।বালু দস্যুদের সাথে ড্রাম-ট্রাক সমিতির কথিত নেতা শামীম,সালামের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। তারা বিভিন্ন উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন ও চর কেটে বিভিন্ন জেলায় পাচার করছে। একাজে ব্যবহৃত শতাধিক ড্রাম ট্রাক বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে তা সিন্ডিকেটে চালাচ্ছেন বলে জনশ্রুতি রয়েছে।যে কোন মুহূর্তে সরকারের ফোরলেন কাটাখালি দৃশ্যমান কোটি টাকার ব্রীজ মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে।