গৃহবধূ সুমি হত্যার বিচারের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

- আপডেট সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:-
তিন সন্তানের জননীকে পিটিয়ে হত্যা, আত্মহত্যা বলার অপচেষ্টা – ন্যায়বিচারের দাবিতে পরিবার।
পূর্বাঞ্চল রুপগঞ্জ বাড়িয়ারটেক গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার অভিযোগ উঠেছে। স্থানীয় দেভর শফিকুল মিয়া, ননদ সরকার আকতার ও শাশুড়ি সরকার জাহেরা বেগমের বিরুদ্ধে তিন সন্তানের জননী সুমি আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগ এনেছে নিহতের পরিবার। তারা দাবি করেছে, হত্যার ঘটনায় দুবাইপ্রবাসী স্বামী আব্দুল আউয়ালও জড়িত।
নিহত সুমির পরিবার জানিয়েছে, ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে অভিযুক্তরা। পুলিশ ও কিছু স্থানীয় নেতার সহযোগিতায় আসামিদের বাঁচানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের। এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে জামিন নিয়ে বিদেশে পালানোরও প্রস্তুতি নিচ্ছেন অভিযুক্ত শফিকুল মিয়া।
ভুক্তভোগী পরিবারের দাবি, সুমির হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
ন্যায়বিচারের দাবিতে সুমির শোকাহত পরিবার