গাড়ির গ্যারেজে কাজ করে পেয়েছেন গোল্ডেন এ প্লাস

- আপডেট সময় : ১১:০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
চট্টগ্রামের রাউজানের পূর্ন বিশ্বাস অভাবের সংসারে জম্ম তার, পড়াশোনার পাশাপাশি পরিবারের হাল ধরতে এলাকার একটি গাড়ির গ্যারেজে কাজ করন। তার
বাবা প্রিয়তোষ বিশ্বাস একজন সিএনজি অটোরিকশা চালক। তাদের সংসারে লেগে থাকে সবসময় অভাব-অনটন। এর মধ্যেই পড়ালেখা চালিয়ে যায় পুর্ন বিশ্বাস। বাবা মায়ের সামর্থ না থাকায় তার জন্য রাখা হয়নি কোনো প্রাইভেট টিউটর। স্কুলের ক্লাস শেষ করে গাড়ির গ্যারজে কাজ করতেন। কিন্তু নিজের অদম্য ইচ্ছা এবং অধ্যবসায় দিয়ে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে দরিদ্র ঘরের সন্তান পুণ গোল্ডেন এ প্লাস পেয়েছে।
তার ভালো ফলাফলে দরিদ্র পরিবারে বাবা মায়ের মুখে ফুটেছে হাসি। এছাড়াও গ্রামের সবাই এতো বেশি আনন্দিত তার এমন সাফল্য অর্জন দেখে। তার বাড়িতে এলাকায় নানা বয়সী মানুষ ভিড় করছেন। তাকে অভিনন্দন জানাছেন।
ছেলের এমন সফলাতা দেখেও তবুও চিন্তিত তার পরিবার কারণ ভবিষ্যৎ যে অন্ধকারের পথে। ইচ্ছা থাকলেও সামর্থ নেই উচ্চশিক্ষার। বাবা গাড়ি চালিয়ে কোনরকমে সংসার চালান। সেখানে সন্তানের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত। চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের কুলাল পাড়া গ্রামের সিএনজি চালক প্রিয়াতোষ বিশ্বাস ও নন্দিতা বিশ্বাসের সন্তান। উপজেলার এয়াছিননগর আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। আজ রবিবার এসএসসি পরীক্ষার ফলাফলে তিনি গোল্ডেন জিপিএ এ প্লাস পান। ভবিষ্যৎ পুন বিশ্বাস ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান, আর অসহায় পরিবারের হাল ধরতে চাই।