গাজীপুরে হাইওয়ে রোডে দেহ ব্যবসার আড়ালে চাঁদাবাজি, এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপ দাবি

- আপডেট সময় : ০৯:৪৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুর জেলার শ্রীপুর থানার গুরগুর মাস্টার বাড়ি হাইওয়ে রোডে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দেহ ব্যবসার নামে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিপা নামের এক নারী প্রায় কয়েক মাস ধরে ওই এলাকায় অবস্থান করে পথচারী বা আগন্তুকদের টার্গেটে রাখেন।
অভিযোগে জানা যায়, প্রথমে তিনি অল্প টাকার বিনিময়ে খারাপ কাজে প্রলুব্ধ করেন। পরে কিছু বখাটেদের সহযোগিতায় টার্গেট করা ব্যক্তির কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, প্রায় দুই থেকে তিন মাস আগে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে মারধর করে গাছে বেঁধে রাখা হয়েছিল এবং তার মোবাইল ফোন, নগদ অর্থ ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ— নিপা প্রায়ই পথচারীদের হয়রানি করেন। এ অবস্থায় তারা দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।