গাজীপুরে অটো গাড়ি চুরি, স্থানীয়দের সহায়তায় উদ্ধার

- আপডেট সময় : ০৩:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুর জেলার শ্রীপুর থানার বাঘের বাজার এলাকায় দীর্ঘ সাত বছর ধরে অটো চালিয়ে সংসার চালাতেন মোহাম্মদ মজনু মিয়া। ১০ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটার দিকে তার অটোটি হঠাৎ করে চুরি হয়ে যায়।
সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে মজনু মিয়া এলাকায় প্রচার শুরু করেন। পরবর্তীতে খবর আসে শ্রীপুর থানার পুরাতন বাজারে অটো গাড়িটির সন্ধান মিলেছে। স্থানীয়দের সহায়তায় সেখানে পৌঁছে দেখা যায়, অটোসহ এক চোরকে আটক করা হয়েছে। তবে জনতার ভিড় ও উত্তেজনার সুযোগে সে পালিয়ে যায়।
স্থানীয় এক ব্যক্তি জানান, চোরের নাম মোহাম্মদ আল-আমিন মিয়া (পিতা মৃত আব্দুল আলীম), বাড়ি শেরপুর জেলার নকলা থানার সরসূত্র এলাকায়। এলাকাবাসীর দাবি, আল-আমিন একজন চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী, যিনি একাধিকবার অটো চুরি করে জেল খেটেছেন এবং জামিনে বের হয়ে আবারও একই কাজ করেন।
স্থানীয়রা এ ঘটনার নিন্দা জানিয়ে অটো মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। একইসাথে তারা চোর আল-আমিনের কঠোর আইনি শাস্তির দাবি করেন। মজনু মিয়ার স্ত্রী ও সন্তানরা স্থানীয়দের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন।